যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।
শুক্রবার লোহিত সাগরে একটি জাহাজে এই হামলার কথা জানিয়েছে যুক্তরাহজ্যর সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে।
অন্যদিকে এক টেলিভিশন ভাষণে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’-তে তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।
এছাড়া ইয়েমেনের সাআদা অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছেন তিনি।
হামলার স্বীকার ‘আন্দ্রোমেদা স্টারে’ নামের এই ট্যাংকারটিতে হামলার সময় কি পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথি বিদ্রোহীরা।
জেপি/নি-২৭/এমএইচ