logo
আপডেট : 26, April 2024 11:01
তানজানিয়ায় বন্যা- ভূমিধসে নিহত ১৫৫

তানজানিয়ায় বন্যা- ভূমিধসে নিহত ১৫৫

পূর্ব আফিকার দেশ তানজানিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টি বন্যা ও ভূমিধসের কারণে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আহত হয়েছেন আরও ২৩৬ জন। দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া এমনটি জানিয়েছেন। খবর আল জাজিরার।

দেশটির প্রধানমন্ত্রী পার্লামেন্ট বলেন, এল নিনো চলমান বর্ষার পরিস্থিতি খারাপ করে তুলেছে। এতে বন্যা হচ্ছে সড়ক, সেতু রেললাইন, ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টি ঝড়ো হাওয়া বন্যা ও ভূমিধসের কারণেও বিভিন্ন অঞ্চলে বশে ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন পরিবেশে পরিস্থিতির অবনতির কারণে বৃষ্টি এমন প্রভাব দেখা দিয়েছে। এর কারণ হিসেবে তিনি বন উজার  টেকসই চাষাবাদ এবং অনিয়ন্ত্রিত গবাদি পশু পালনকে দায়ী করেছেন।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানান, ভারী বৃষ্টি বন্যা ও ভূমিধসের কারণে দুই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কবল থেকে জরুরি পরিষেবা গুলো মানুষকে উদ্ধারে কাজ করছে।

জেপি/নি-২৬/প