আপডেট : 15, April 2024 18:13
ইরান-ইসরায়েল ইস্যুতে অস্বস্তিতে আছি: প্রতিমন্ত্রী
ঈদে দ্রব্যমূল্য নিয়ে স্বস্তি ছিল। কিন্তু সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রভাব বাজারে পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, তা মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সোমবার (১৫ এপ্রিল) সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। সামনে বাজেট কীভাবে সহায়তা করতে পারি সেটা নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, সারা বছর পণ্যের নিরবচ্ছিন্ন সাপ্লাই নিশ্চিত করতে চায় সরকার। পণ্যর দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া হবে।
জেপি/নি-১৫/প