logo
আপডেট : 03, April 2024 13:59
আগুন-সন্ত্রাসীদের জন্য বিএনপির ‘মায়াকান্না’ কেন?: কাদের

আগুন-সন্ত্রাসীদের জন্য বিএনপির ‘মায়াকান্না’ কেন?: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জানতে চেয়েছেন, মানুষ মারার আসামি, আগুন-সন্ত্রাসীদের জন্য বিএনপির এই ‘মায়াকান্না’ কেন?

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ইসফার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।

এসয় তিনি বলেন, তাদের বিএনপি ৮০ শতাংশ নেতাকর্মী নাকি নির্যাতনে আছেন। আমি মির্জা ফখরুল সাহেবকে বলেছি তালিকা প্রকাশ করুন। আগুন-সন্ত্রীসীদের জন্য বিএনপির ‘মায়াকান্না’ কেন, আমি জানি না।

ওবায়দুল কাদের বলেন, রোজার মাসে দান-খয়রাত যাকে আশায় কিছু গরীব মানুষ আসেন। কিন্তু না খেয়ে রাস্তায় পরে মারা গেছেন এমন কোনো দৃষ্টান্ত নেই। বিশ্ব সংকটে তেলের দাম বাড়ে অথচ আমরা সমন্বয় করেছি। সমন্বয় করে কিছু হলেও দাম কমেছে।

তিনি আরও বলেন, ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন অনেকে এমন প্রশ্ন করেন। তাদের লজ্জা করে না তারা একজন গরীব মানুষকেও রোজার মাসে সাহায্য না করে বড় বড় হোটেলে ইফতার খেয়েছেন। গরীব মানুষের মাঝে ইফতার দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।

জেপি/নি-৩/প