logo
আপডেট : 27, March 2024 20:46
‘কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি’

‘কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি।

বুধবার (২৭ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে তেজগাঁওয়ে ঢাকা জেলা শাখা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা সরকার প্রধান এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করায় বিএনপির বড়াই করার কিছু নেই। কারণ তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন। জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হলেন সেটা কে দিয়েছেন? আওয়ামী লীগ সরকার দিয়েছে। অকৃতজ্ঞরা এটাও ভুলে যায়।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা বলেন, ২৫ মার্চ নাকি আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন। তাহলে আমার প্রশ্ন যুদ্ধটা করলকে? মুজিব নগর সরকার গঠন করে শপথ নিয়ে তারা যুদ্ধ পরিচালনা করলেন। সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জেপি/নি-২৭/প