logo
আপডেট : 18, February 2024 11:49
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। শনিবার জার্মানির মিউনিখে সিকিউরিটি  কনফারেন্স ২০২৪ এর ফাঁকে এক হোটেলে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব সময়ই যুদ্ধের বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট সাথে আলোচনার সময় রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুদ্ধের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে কিন্তু যুদ্ধে লিপ্ত দেশগুলো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না এবং তাদের জনগণকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের দুর্ভোগ এবং তিনি নিজেও যে দুর্ভোগ শিকার হয়েছিল হেয়েছিল তার স্মৃতি করেন।

এক প্রশ্নে জবাবে হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ক্ষতিগ্রস্ত হবে না। রাশিয়ার সাঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। রাশিয়ার যুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জার্মানির মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মিউনিখে সিকিউরিটি  কনফারেন্স ২০২৪ যোগ দিয়েছেন তিনি। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেপি/নি-১৮/প