logo
আপডেট : 14, February 2024 16:39
একুশে পদক ২০২৪ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার তিন গুণীজন

একুশে পদক ২০২৪ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার তিন গুণীজন

মো খোকন, ব্রাহ্মণবাড়িয়া:

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও ২১ জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই একুশে পদক তালিকায় স্থান পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার দেশের সুনামধন্য তিন গুণীজন।

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া তিন কৃতি সন্তান ভাষা ও সাহিত্যে লৎফর রহমান রিটন, শিল্পকলা (অভিনয়) ডলি জহুর ও মহিউদ্দিন আহমেদ আলমগীর তালিকায় রয়েছেন।

সব্যসাচী লেখকও  বিখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি এলাকার বাসিন্দা। তিনি কর্মসূত্রে ঢাকায় থাকেন।

আরেকজন হলেন বাঞ্ছারামপুর উপজেলার  দড়িয়াদৌলত গ্রামের বাসিন্দা চলচিত্রের ও নাটকে জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। মহিউদ্দিন আহমেদ আলমগীর (এম এ আলমগীর) নবীনগর উপজেলায় বাসিন্দা। তবে তিনি ঢাকায় থাকেন।

উল্লেখ্য প্রতি বছর বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধে অবদান, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তি, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

জেপি/নি-১৪/প