logo
আপডেট : 08, February 2024 13:03
কানাডার কাছে বাংলাদেশ বিনিয়োগ চায়: অর্থমন্ত্রী 

কানাডার কাছে বাংলাদেশ বিনিয়োগ চায়: অর্থমন্ত্রী 

অর্থমন্ত্রী  আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, কানাডার কাছে বাংলাদেশ বিনিয়োগ চায়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশ নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন।

কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আলাপ হলো, অনেক সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী বলেছেন ক্যানোলা অয়েল স্বাস্থ্যসম্মত, ওটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখবো কী করা যায়। অনেক হাই  ট্যারিফ আছে, তবে সম্ভাবনা তো আছেই।

তাঁকে প্রশ্ন করা হয় বিনিয়োগের বিষয়ে কোনো কথা হয়েছে নাকি? জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ তো আমরা চাই। আগে যে গুলো তা নাই, এখন আমরা নতুন করে রি-কাস্ট করছি। যেখানে সুবিধা পাব সেখানেই তো নিশ্চয়ই আমাদের আগ্রহ থাকাবে, সেগুলো দেখবো আমরা।

জেপি/নি-৮/প