logo
আপডেট : 04, February 2024 16:32
পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি বিধায়কে

পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি বিধায়কে

মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে পুলিশের কাছে দাবি জানিয়েছেন, বলিউড অভিনেত্রী পুনম পান্ডে ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে অন্যায় করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেই সাথে তার এই কাজ শাস্তিযোগ্য অপরাধ।

শুক্রবার সকালে জানা গিয়েছিল জরায়ু মুখে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের তারকা পুনমের। পরদিন একটি ভিডিও মাধ্যমে দেখা যায় যে তিনি বেচে আছেন। এ ঘটনা আসলে জরায়ু মুখে ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির একটা প্রচার কৌশল মাত্র।

যদিও এই কাজেন জন্য ক্ষমা চেয়েছেন পুনম। তবে এমন মিথ্যার আশ্রয় নেয়ায় তার শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বিধায়ক সত্যজিৎ তাম্বে।

তাম্বের ভাষ্য, সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর রোধের জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলা নেয়া উচিত।তিনি অন্যায় করেছেন। তিনি আরও বলেন তার ভুয়া মৃত্যুতে কোনো সচেতনতা তৈরি হয়নি । বরং সমস্য বেড়েছে। মানুষকে ভয় পাইয়ে দিয়েছে।

জেপি/নি-৪/প