logo
আপডেট : 01, February 2024 13:50
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে যুক্তরাজ্য: অর্থমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে যুক্তরাজ্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য সহায়তা করতে চায়।

বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যের সাথে আমাদের সম্পর্ক বহুদিনের। আমরা অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করেছে, বাংলাদেশের অবস্থা বোঝে। তাদরের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে।

কোন খাতে  যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা করবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন কোন খাতে সাহায্য করবে সেটি এখন বলা যাচ্ছে না। এগুলো নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে সেক্ষেত্রে কোনো সাহায্য চেয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘ হ্যাঁ সেটাই তো। সাহায্য চাই। তারা বলছে দেখছি কি করা যায়।

 ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, আমরা খুব ভালো একটি আলোচনা করেছি। আমার অর্থনৈতিক ক্ষেত্রে একসাথে কাজ করতে পারি। আমরা সমর্থন করছি সাসটেইনেবল বাংলাদেশ গড়তে।

জেপি/নি-১/প