logo
আপডেট : 18, January 2024 14:29
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক। সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে নতুন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক জানিয়েছে বাংলাদেশের আর্থিক খাতে সংস্কার দরকার। এ বিষয়ে তারা সাহায্য করতে প্রস্তুত।

কোন বিষয়ে সংস্কার করা হবে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, সার্বিকভাবেই সংস্কারের বিষয় আলোচনা করা হয়েছে। 

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। আরও ১৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও জানা গেছে, আবদুল্লায়ে সেক আর্থিক খাতের মুদ্রার বিনিময় হার মুদ্রার সুদের হার সংস্কারের পাশাপাশি আরও কার্যকরী উদ্যোগ নিতে বলেছেন।

জেপি/নি-১৮/প