logo
আপডেট : 12, January 2024 18:22
শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী

ব্যাপক আলোচনায় থাকা নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১২ জানুয়ারি) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)-এর নেতাদের সাথে সাক্ষাতে তিনি এ কথা বেলেন।

মন্ত্রী এসময় বলেন, নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী বিষয়টা এমন নয়। আমরা আগেও বলেছি আমাদের সে কারেকশন গুলো আসবে সেগুলো সমাধান করবো। নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূল্যায়ন পদ্ধতিতে চ্যালেঞ্জের কথা যদি বলেন, সেক্ষেত্রে বলবো- নতুন শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন আসছে। এগুলো আমরা দেখছি। মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সেই সাথে আরও বেশ কিছু পরিবর্তন আসবে।

জেপি/নি-১২/প