logo
আপডেট : 26, December 2023 15:14
মানুষকে মঙ্গা থেকে বাঁচিয়েছে আ. লীগের নৌকা: প্রধানমন্ত্রী

মানুষকে মঙ্গা থেকে বাঁচিয়েছে আ. লীগের নৌকা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুহ (আ.) নবীর নৌকা মহাপ্লাবনে মানুষের জীবন বাঁচিয়েছিল। আওয়ামী লীগের প্রতীকও নৌকা। এই নৌকা মানুষকে মঙ্গা থেকে বাঁচিয়েছে, জীবনমানের উন্নয়ন করেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুরের তারাগঞ্জে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের খাবার থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছি। আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই রাস্তাঘাট, জীবনমানের উন্নয়ন হয়েছে। বিনা পয়সায় বই, নিম্নবিত্তরা নূন্যতম দামে টিসিবির পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া, নানা ভাতা চালু করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলেই এ দেশের মানুষের উন্নয়ন হবে। এসময় তিনি ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে, সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে আসেন প্রধানমন্ত্রী। এরপর রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।

জেপি/নি-২৬/এমএইচ