logo
আপডেট : 20, December 2023 13:12
সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়: প্রধানমন্ত্রী

সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। তারা মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় আসতে চায়।

বুধবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস করে মানুষ মেরে, ভয় সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, তাদের ক্ষমা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আসলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিলে পুরো দেশ উন্নত হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভায় যোগ দিতে আজ বুধবার সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে তিনি শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান। বিকেলে প্রধানমন্ত্রী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন।

জেপি/নি-২০/এমএইচ