logo
আপডেট : 19, December 2023 17:08
রিজভী সাহেবের অভিযোগ সত্য নয়: আইনমন্ত্রী

রিজভী সাহেবের অভিযোগ সত্য নয়: আইনমন্ত্রী

মো. খোকন, ব্রাহ্মণবাড়িয়া:

‘গণভবনের নির্দেশে আইন চলে আদালতের নির্দেশে নয়’ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, উনি (রিজভী) কোথায় বসে বসে বাণী ছাড়েন। উনার বাণীগুলো সম্পূর্ণ অসত্য, তথ্য ভিত্তিক নয়।

এসময় বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন বলে মন্তব্য করে তিনি বলেন, যখন বিএনপি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করে এই দেশে স্বৈরশাসন চালাচ্ছিল তখন যেমন বিচার বিভাগকে করায়ত্ত করা হয়েছিল সেই অবস্থা এখন আর নাই।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজারে নির্বাচনী গণসংযোগে এসে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বিএনপি নেতাদের আটক ও জামিন বিষয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্যের ব্যাপারে বলেন, কৃষিমন্ত্রী মহোদয় যা বলেছেন; তিনি যে বক্তব্য দিয়েছেন তা উনার (কৃষিমন্ত্রীর) ব্যক্তিগত অভিমত। তা আমাদের দলের নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এটা দলের অভিমত নয়।

আইনমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, বিএনপির নেতা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিচার এবং তাদের জামিনের ব্যাপারে শুধু আদালত কথা বলতে পারে, আর কেউ নয়।

নির্বাচনী প্রচারণায় কসবা-আখাউড়ার সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক বলেন, কসবা-আখাউড়ার জনগণের কাছে আমার চাওয়া হচ্ছে, তাদের ভালোবাসা। আমি গত ১০ বছর তাদের সেবা করেছি। তাদের ভালোবাসা পেয়েছি। কসবা আখাউড়ার উন্নয়নের জন্য যা কিছু করতে হয় তাই আমি করবো। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

আইনমন্ত্রী আনিসুল হক বেলা ১২টায় ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে এসে পৌঁছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন, আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ স্টেশনে সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। তিনি অপেক্ষমাণ নেতাকর্মীদেরকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে মন্ত্রী সড়ক বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে লিফলেট ও ফুল দেন। গণসংযোগ শেষে সেখান থেকে মন্ত্রী খড়মপুর কল্লা শাহ (র.) মাজার জিয়ারত করেন।

জেপি/নি-১৯/এমএইচ