logo
আপডেট : 09, December 2023 15:21
ভারতের রপ্তানি বন্ধের ঘোষণা, বাজারে পেঁয়াজের ডাবল সেঞ্চুরি

ভারতের রপ্তানি বন্ধের ঘোষণা, বাজারে পেঁয়াজের ডাবল সেঞ্চুরি

গতকাল প্রতিবেশী দেশ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। এক রাতের মধ্যেই ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৬৫ টাকা।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বাজার গুলো ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ ১৭০ টাকা এবং দেশি পেঁয়াজ ১৯০ টাকা কেজি দরের আশেপাশে বিক্রি হচ্ছে।

একই সাথে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। আগামী দুই দিনের মধ্যে পেঁয়াজের দাম ২৫০ টাকা বা তারও বেশি হতে পারে বলে ধারণা করছে খুচরা ব্যবসায়ীরা।

ক্রেতারা জানান, গত সপ্তাহে যে পেঁয়াজের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি, শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। এছাড়াও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা।

তবে শুক্রবার সন্ধ্যার পর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৭০ টাকা কেজি দরে।

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা ব্যবসায়ীরা বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যা থেকে দাম বেড়েছে। গত রাতে কারওয়ান বাজার থেকেও বেশি দামে পেঁয়াজ কিনতে হয়েছে। এখন ২০০ টাকার নিচে থাকলেও এই পেঁয়াজের দাম ২-৩ দিনের মধ্যে ২৫০ টাকা ছাড়িয়ে যাবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) এক আদেশে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত। মূলত নিজেদের দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এ পদক্ষেপ নেয়।

জেপি/নি-৯/এমএইচ