আপডেট : 29, November 2023 18:06
অপ্রয়োজনীয় মেইল ডিলিট করবেন যেভাবে
আমাদের জি-মেইলে অনেক সময় নানা ধরনের অপ্রয়োজনীয় মেইল এসে ভরে থাকে। এতে স্টোরেজের অনেক জায়গা নষ্ট হয়। এসব অপ্রয়োজনীয় মেইলের ভিড়ে গুরুত্বপূর্ণ মেইল খুঁজে বেড় করা কঠিন হয়ে পড়ে।
আজ চলুন জেনে নেই কীভাবে অপ্রয়োজনীয় জি-মেইল খুব সহজে ডিলিট করবেন।
এর জন্য প্রথমেই আপনার অ্যাকাউন্ট যে কোন একটি ব্রাউজারে লগইন করতে হবে। এরপর আপনার রিফ্রেশ বোতাম সমান আপনার ইনবক্সের একদম উপরে একটি চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর সব মেইল মুছে ফেলা যাবে।
উল্লেখ্য, ডিলিট করার সময় খেয়াল রাখতে হবে যেন দরকারি কোন মেইল ডিলিট হয়ে না যায়।
জেপি/নি-২৯/প্লাবন