logo
আপডেট : 11, November 2023 16:00
কক্সবাজার থেকে ট্রেনে রামুতে গেলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার থেকে ট্রেনে রামুতে গেলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার থেকে ট্রেনে করে রামুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সময় লেগেছে মাত্র ২৬ মিনিট।

শনিবার (১১ নভেম্বর) বেলা ১টা ২৮ মিনিটে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেন তিনি।

এর আগে, কক্সবাজার-দোহাজারী রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ম অনুযায়ী পতাকা উড়িয়ে ও হুইসেল বাজিয়ে নতুন এই রুটে ট্রেনের যাত্রা শুরু করেন তিনি। বেলা ১টা ৫৪ মিনিটে ট্রেনটি রামু স্টেশনে পৌঁছায়।

ট্রেনযাত্রায় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ২৬ মিনিটের এই ট্রেন যাত্রায় অন্য বগিতে থাকা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এর আগে, বেলা ১১টায় বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজার আইকনিক রেলস্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

জেপি/নি-১১/এমএইচ