logo
আপডেট : 11, November 2023 13:08
কক্সবাজারে রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হল অপেক্ষার প্রহর। কারণ আজ ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন ও কক্সবাজার আইকনিক রেলস্টেশন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার (১১ নভেম্বর) দুপুর ১ টার দিকে এই প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। এর মধ্যদিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলার হিসেবে যুক্ত হল কক্সবাজার।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, অন্য সরকারের সময় রেল সব সময় অবহেলিত ছিল। এই রেল সংযোগ পর্যটন খাতে বিশাল পরিবর্তন আনবে। তিনি আরও বলেন, আগুন দিয়ে যারা মানুষ পোড়ায় তাদের চোখ না মনই অন্ধকার।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী  ট্রেনে চড়ে রামু যাবেন। এরপর সেখান থেকে হেলিকাপ্টার যোগে যাবেন মাতারবাড়ী গভীর সমুদ্র চ্যানেলে। সেখানে গিয়ে তিনি চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করবেন।

জেপি/নি-১১/প