logo
আপডেট : 08, November 2023 19:43
একজন মানবিক পুলিশ জাহাঙ্গীর

একজন মানবিক পুলিশ জাহাঙ্গীর

ফয়সাল হক চিলমারী (কুড়িগ্রাম):

সুন্দর ও পরিচ্ছন্ন মন ছাড়া মানুষের সেবা করা কঠিন। এমনই মেধাবী ও সুন্দর মনের মানুষ, মানবতাবাদী পুলিশ অফিসার এসআই জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় কর্মরত আছেন। জাহাঙ্গীর আলমের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে।

প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে কিছুটা বিভক্ত করা হয়েছে যাতে সাধারণ প্রান্তিক মানুষ সহজে পুলিশি সেবা পেতে পারে। প্রতিটি মারধরের দায়িত্বে একজন সাব-ইন্সপেক্টর। বিট থানার দায়িত্বে থাকা এসআই জাহাঙ্গীর আলম প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক ও বিভাগীয় আলোচনা সভা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করে বেশ সুনাম কুড়িয়েছেন। এসআই জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবেও পরিচিত মুখ। সবার কাছে তিনি একজন মানবিক পুলিশ অফিসার। ফেসবুকে তার দুই মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।

পরোয়ানা কেন, রিকল কি, ওয়ারেন্ট থাকলে কি করতে হবে, কোথায় রিকল জমা দিতে হবে, জিডি করার সহজ উপায়, জিডি বা মামলার জন্য কোথায় যেতে হবে, সড়ক নিরাপত্তা কৌশল, সড়ক দুর্ঘটনা কেন বাড়ছে, বিভিন্ন বিষয়ে আইনি তথ্য তার ফেসবুক পেজের মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

এটি তাকে একজন মানবিক পুলিশ অফিসার করে তুলেছে যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে প্রিয়। তিনি শুধু একজন ভালো পুলিশ অফিসার হিসেবেই বিখ্যাত নন, একজন অভিনেতা হিসেবেও তিনি বিখ্যাত। ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলে অসংখ্য নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার প্রতিটি ভিডিওতে সাধারণ মানুষের ইতিবাচক মন্তব্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার একটি ইতিবাচক দিক।

এ ব্যাপারে এসআই জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের সেবা করাই আমার কাজ। সেক্ষেত্রে মানুষের সেবা করার একটা বড় প্লাটফর্ম হল ফেসবুক, ইউটিউব। এর মাধ্যমেও মানুষকে সেবা দেওয়া যায়। তাই সাধারণ মানুষকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি।

জেপি/নি-৮/এমএইচ