logo
আপডেট : 27, October 2023 13:00
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বেলজিয়াম সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলজিয়ামের ব্রাসেলস থেকে স্থানীয় সময় রাত ১০:১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আজ শুক্রবার (২৭অক্টোবর) দুপুর ১২টার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। সফরকালে প্রধানমন্ত্রী ২৫ ২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুল শাহনা সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে বেলজিয়ামের ব্রাসেলসে যান। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের সাথে বৈঠক করেন।

ইসি প্রেসিডেন্ট সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতের ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি সই হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। ২৬ অক্টোবর তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী  লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এদিন বিকেলে শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী অধিবেশনে যোগ দেন।

জেপি/নি-২৭/প্লাবন