logo
আপডেট : 30, September 2023 17:14
আইফোন ব্যাটারি যেভাবে সেভ করবেন

আইফোন ব্যাটারি যেভাবে সেভ করবেন

আইফোন  অনেকের কাছেই বহুল আকাঙ্ক্ষিত একটি জিনিস। কিন্তু আইফোন ব্যবহারকারীরা আইফোন ব্যবহার করতে গিয়ে প্রথমে যে সমস্যার সম্মুখীন তা হলো ব্যাটারি নিয়ে।

এর ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয় লিথিয়াম-আয়ন। রাসায়নিক প্রকৃতির কারণে সময়ে সঙ্গে সঙ্গে এই ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা হ্রাস করতে পারে। কিন্তু কিছু উপায় আছে যে গুলো অনুসরণ করলে ব্যাটারি সেভ হতে পারে।

চলুন জেনে নেই নেই উপায় গুলো কি:-

১. আইফোনের ব্যাটারির সেটিংসে ‘অপটিমাইজ ব্যাটারি চার্জিং অপশন চালু করে রাখুন। এটি আইফোনের চার্জ ৮০ শতাংশ সীমাবদ্ধ করে।

২. কখনো সারারাত বা দীর্ঘ সময় ধরে আইফোন ওভার চার্জ করবেন না ।

৩. আইফোন যখন চার্জ দেবেন তখন মোবাইলের কেস ব্যবহার করবেন না।  

৪. অ্যাপল জানিয়েছে, আইফোনের কমফোর্ট জোন হলো ১৬ থেকে ২২ সেন্টিগ্রেডের মধ্যে। এই তাপমাত্রার মধ্যে আইফোন রাখলে ব্যাটারি ভালো থাকবে।

জেপি/নি-৩০/প্লাবন