logo
আপডেট : 25, September 2023 17:08
আইফোনের বিজ্ঞাপনের ঘড়িতে ৯টা ৪১ মি. দেখানোর কারণ কি?

আইফোনের বিজ্ঞাপনের ঘড়িতে ৯টা ৪১ মি. দেখানোর কারণ কি?

বাজারে ইতোমধ্যেই এসে গেছে আইফোন ১৫ সিরিজ। নতুন নতুন সব ফিচারে ঠাসা এই আইফোন ১৫ সিরিজ। শুরু আইফোন থেকে শুরু করে আজকের আইফোনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু যে জিনিসটি বদলায়নি তা হলো আইফেনের বিজ্ঞাপনের ছবি।

অনেকেই হয়তো খেয়াল করেন না আইফোনের বিজ্ঞাপনে ফোনের ঘড়িতে ৯টা ৪১ মি দেখায়। শুরু থেকে এখন পর্যন্ত আইফোন তাদের এই ধারাবাহিকতা বজায় রেখেছে। অবশ্য এর পেছনে কারণও আছে । যেটা হয়তো অনেকেরই অজানা।

আজ চলুন জেনে নেই সে রহস্য:

মূলত অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৭ সালে সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে আইফোনের ঘোষনা দেন। তার ৬ মাস পর বাজারে প্রথম আইফোন এসছিল। ২০০৭ সালে ২৯ জুন যখন প্রখম আইফোন ও আইপ্যাড জনসম্মুখে উন্মোচন করা হয়েছিল তখন সময় ছিল সকাল ৯টা ৪১মি.।

তারপর থেকেই বাজারে যতগুলো আইফোনে এসেছে তার বিজ্ঞাপনে ফোনের ঘড়িতে ৯টা ৪১মি. দেখা যায়। তখন থেকে শুরু করে এখনো এই রীতি চলে আসছে।

জেপি/নি-২৫/প্লাবন