logo
আপডেট : 23, September 2023 16:08
হযরত শাহ আবু হেলাল(রঃ) এর বাৎসরিক ওরশ ২৬ সেপ্টেম্বর থেকে শুরু

হযরত শাহ আবু হেলাল(রঃ) এর বাৎসরিক ওরশ ২৬ সেপ্টেম্বর থেকে শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা ওয়ায়েছিয়া দরবার শরীফের পীর হযরত শাহ আবু হেলাল(রঃ)এর ৯ম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জমদুয়ারা দরবার শরীফে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এই অনুষ্ঠান শুরু হবে।চলবে ২৯ সেপ্টেম্বর পযর্ন্ত।
জমদুয়ারা ওয়ায়েছিয়া দরবার শরীফের গদিনসীন নাসির ইমতিয়াজ (বাবু)আল ওয়ায়েছি জেপি নিউজ ২৪ ডটকমকে জানান, ওরশ মোবারকের প্রথম দিন মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিফ ফাতেমা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

Screenshot 2023-09-23 144448
দ্বিতীয় দিন বুধবার(২৭ সেপ্টেম্বর)মাজার জিয়ারত, তবারক বিতরণ। রাতে থাকবে ভক্তিমূলক গান। গান পরিবেশন করবেন বাংলদেশ বেতার, টেলিভিশন ও স্থানীয় শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের তৃতীয় দিন বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে পালা গানের আসর।গান পরিবেশন করবেন বাউল মাতা আলেয়া সরকার ও জহির পাগলা।

উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন শাহ আবু হেলাল(রঃ)এর কনিষ্ঠপুত্র ও দরবারের বর্তমান পীর হাসিবুল হাসান(পলক) আল ওয়ায়েছি। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জেপি নিউজ ২৪ ডটকম।


জেপি/নি-২৩/ডেস্ক/বিএম।