আপডেট : 19, September 2023 13:10
হার্টের সমস্যা ছাড়াও যে কারণে হতে পারে বুকে ব্যথা
আমাদের অনেকেরই ধারণা হৃদরোগ বা হার্ট অ্যাটাকের লক্ষ্যণই হলো বুকে ব্যথা। তবে সব সময় কিন্তু বুকে ব্যথার কারণ হৃদরোগ বা হার্ট অ্যাটাক নয়।
আজ চলুন জেনে নেওয়া যাক অন্য কী কী কারণে বুক ব্যথা হতে পারে:
- বুকের পেশিতে প্রদাহ হলে বুকের চারিদিকে ব্যথা হতে পারে।
- কোন কারণ বশত বুকে ব্যাথা বা আঘাত পেলে বুক ব্যথা হতে পারে।
- বুক ব্যথা হলে অনেকেই ডাক্তারে কাছে যান । পরে পরীক্ষার পর দেখা যায় আলসারের ব্যথা। যা অনেক সময় বুকে উঠে যায়।
- অ্যাজমা হলেও অনেক সময় বুকে ব্যথা হয় ।
- হৃদরোগ বা হার্ট অ্যাটাক ছাড়া শ্বাসকষ্টও বুকে ব্যথার বড় একটি কারন।
- নিউমোনিয়া থেকে অনেক সময় বুকে ব্যথা হতে পারে। এ ক্ষেত্রে ফুসফুস প্রদাহ হয় সে খান থেকেই মুলত এই বুকে ব্যথা হতে পারে।
জেপি/নি-১৯/প্লাবন