logo
আপডেট : 15, September 2023 22:44
শেখ হাসিনা সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার : মমতাজ

শেখ হাসিনা সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার : মমতাজ

জ. ই. আকাশ (হরিরামপুর):

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই দেশে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। শেখ হাসিনা সরকার মানেই শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার। 

বর্তমান সরকারের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে দলবল নির্বিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। এদেশে জননেত্রী শেখ হাসিনার বাইরে বিকল্প আর কেউ নেই।"

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের নাটুসাহার মাঠে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মমতাজ আরও বলেন, "খেলাধূলা সমাজকে পরিবর্তন করে। দেশে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই। খেলার মাধ্যমে সমাজের অপসংস্কৃতিও দূর হয়। 

মমতাজ বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দিয়েছেন । যাতে করে তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নত হয় । 

চান্দহর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, খেলায় সিঙ্গাইর পৌরসভাকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়মন্টপ ইউনিয়ন।

জেপি/নি-১৫/শরিফুল