logo
আপডেট : 11, September 2023 16:50
গেমিং নিয়ে আসছে ইউটিউব

গেমিং নিয়ে আসছে ইউটিউব

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব, যা সারা বিশ্বে ভিডিও শেয়ারিংয়ের জন্য বিখ্যাত। এবার তারা ভিডিওর পাশাপাশি গেমিং খাতে মনোযোগ দিচ্ছে। ছোট ছোট গেমের জন্য নতুন প্ল্যাটফর্মও চালু করতে যাচ্ছে তারা। তবে কোন কোন গেম এই তালিকায় স্থান পাবে তা এখনো জানা যায়নি।

প্রযুক্তি বিষয়ক সাইট ৯টু গুগল থেকে জানা যায়, এতে ‘স্ট্যাক বাউন্স’ নামে একটি গেম আছে যেখানে সঠিক সময়ে ক্লিক করে বিভিন্ন রিংয়ের মধ্যে দিয়ে বল ফাটিয় দিতে হয়। এরই মধ্যে গুগলের ‘গেমস্ন্যাক্স’ সেবায় গেমটি পাওয়া যাচ্ছে।

অন্যদিকে টিকটকও গেমিং নিয়ে কাজ করছে।

জেপি/নি-১১/প্লাবন