logo
আপডেট : 07, September 2023 18:45
রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টার ১৮তম ইস্ট এশিয়া সামিটে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিলেও বর্তমানে এটি দেশের জন্য বড় সমস্যা। তাই রোহিঙ্গা সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি তার ভাষণে আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে আমন্ত্রণ জানানোর জন্য ইন্দোনেশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

পরে সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এদের মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফান ভন খাই, লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোনসহ আরো অনেকে।

উল্লেখ্য, আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর আমন্ত্রণে আসিয়ানের শীর্ষ সম্মেলনের পাশাপাশি ইস্ট এশিয়া সামিটেও যোগ দেন রাষ্ট্রপতি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনীয় গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ আঞ্চলিক এ ফোরামের ১৮টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।

জেপি/নি-৭/এমএইচ