logo
আপডেট : 06, September 2023 19:46
বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে: এমপি দুর্জয়

বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে: এমপি দুর্জয়

শরিফুল ইসলাম:  

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমূর রহমান দুর্জয় বলেছেন, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে চক্রান্ত করা হচ্ছে। জঙ্গিবাদের আস্তানা বানানোর জন্য একটি কুচক্রী মহল বিগত দিনের মত ফের চক্রান্ত শুরু করেছে। এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে কেন্দ্রী কালিবাড়ী নাট মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দূর্জয় আরও বলেন, বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে সেটিই যেন বাংলাদেশে বজায় থাকে। কোন ধরনের জঙ্গিবাদ ,মৌলবাদ যেনো আর কোনদিন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে । বিগত সময়ে মৌলবাদীরা মসজিদ,মন্দির ,মাজারে বোমা বাজি করেছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্রীয়ভাবে সব মানুষের স্ব স্ব ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে করছে। এছাড়াও সারাদেশের ১৮১২টি মন্দিরের সংস্কার করা হয়েছে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় । মানুষের জীবনমান উন্নয়ন হয়। 

দুর্জয় বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং শান্তিময় পরিবেশের জন্য আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে আয়োজক কমিটির হাতে ব্যক্তিগত পক্ষ থেকে  আর্থিক সহযোগিতা তুলে দেন সাংসদ দুর্জয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘিওর উপজেলার সভাপতি এ্যাড, শচীন্দ্র নাথ মিত্র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দর সঞ্চালনায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য জিয়াউল হক জিয়া,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি মো বাবুল বেপারী,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,বড়টিয়া ইউপি চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন,পয়লা ইউপি চেয়ারম্যান হারুন উর রশীদসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃব্দ উপস্থিত ছিলেন ।

এর আগে বেলা ১১ টায় জেলার শিবালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশ গ্রহণ ও আর্থিক সহযোগীতা প্রদান এবং বিকেলে জেলার দৌলতপুরেও জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশ গ্রহণ ও আর্থিক সহযোগীতা প্রদান করেন তিনি ।

জেপি/নি-৬/এসএম