logo
আপডেট : 03, September 2023 17:51
আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব : প্রধানমন্ত্রী

আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব : প্রধানমন্ত্রী

সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব।

রোববার (৩ সেপ্টেম্বর) নৌপ্রধানের সচিবালয় গ্যালাক্সিতে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩ এর সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করব না, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব এবং আমরা তা রাখতেও পেরেছি। বিশ্বের অন্যান্য দেশ জানতে চায়, আমরা এটি কীভাবে করি। আমি বলি, আমরা যে নীতিতে বিশ্বাস করি ও জাতির পিতা যে নীতি (বাংলাদেশের পররাষ্ট্র নীতি) দিয়ে গেছেন, সে নীতি নিয়ে আমরা চলি বলেই সবার সঙ্গে আমাদের সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়। মানুষের কাছ থেকে তারা আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছে।

তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আদর্শ ও লক্ষ্য নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শে যারা দীক্ষিত ও যাদের মধ্যে দেশপ্রেম এবং দায়িত্ববোধ আছে, তাদের নেতৃত্বে নিয়ে আসা একান্তভাবে দরকার।

জেপি/নি-৩/এমএইচ