logo
আপডেট : 31, August 2023 18:00
মাত্র ৭ মিনিটেই ক্যান্সারের চিকিৎসা, শুরু হচ্ছে ইংল্যান্ডে

মাত্র ৭ মিনিটেই ক্যান্সারের চিকিৎসা, শুরু হচ্ছে ইংল্যান্ডে

ক্যান্সার আমাদের কাছে একটি পরিচিত নাম । বিশ্বের অনেক মানুষ ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেছে। ধীরে ধীরে ক্যান্সার চিকিৎসায় ব্যাপক উন্নতি ঘটেছে। তবে ক্যান্সার চিকিৎসায় আরও এক ধাপ এগিয়ে গেল ইংল্যান্ড।

ক্যান্সার চিকিৎসায় আগে রোগীর শিরায় আইভি ডিপ্রের (স্যালাইনের) মাধামে দেওয়া হত। কিন্তু এখন থেকে সেটি স্যালাইনের মাধ্যমে না দিয়ে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে।  স্যালাইনের মাধ্যমে এই ঔষুধটি দিতে সময় লাগত ৩০ মিনিট থেকে ১ ঘন্টা। আর এখন ইনজেকশনের মাধ্যমে ঔষুধটি দিতে সময় লাগবে মাত্র ৭ মিনিট। আর এটি শুরু হবে ইংল্যান্ডে। খবর-রয়টার্সের।

প্রতিবেদন থেকে জানা যায়, ইংল্যান্ডের ওষুধ ও স্বাস্থ্যসেবা পন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর বিশ্বে প্রথমবারের মতো এই নতুন পদ্ধতিতে এ ওষুধ প্রয়োগ শুরু করা হবে। এতে করে কম সময়ের মধ্যে ক্যান্সার সেবা দেওয়া সম্ভব হবে।

কিন্তু যারা এখনো ক্যামোথেরাপি নেন তাদের হয়ত এই ওষুধটি সিরাতেই নিতে হবে।

জেপি/নি-৩১/প্লাবন