logo
আপডেট : 31, August 2023 13:57
কাজে মন না বসলে যেভাবে মুড অন করবেন

কাজে মন না বসলে যেভাবে মুড অন করবেন

আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মুড প্রায় সময়ই অফ থাকে। কোন কাজই করতে মন চায় না । এই একঘেয়েমি সাধারণত আসে কর্মজীবীদের ওপর বেশি। কারণ মুড অফ-অন সাধারণ কর্মজীবীদের ক্ষেত্রেই বেশি লক্ষ্য করা যায়।

তাই মন ভালো রাখতে কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন-

  • হাঁটতে যেতে পারেন। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে হাটাহাটি করতে পারেন। কাজের ফাঁকে হালকা সময় বের করে হাটাহাটি করুন ।
  • মন খারাপ থাকলে নিজের শখের কাজ করুন।
  • নিয়মিত ব্যায়াম আপনার শরীরকে আরও চাঙ্গা করে তুলবে। এটি আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো রাখবে। এর ফলে আপনার কর্ম প্রবণতাও বাড়বে।
  • মনের ভেতর কথা চেপে না রেখে কারও সাথে নিজের কথা গুলো শেয়ার করুন। এতে আপনার হালকা লাগবে।
  • যদি কোন কাজে স্বাচ্ছন্দ বোধ না করেন তখন নিজেকে অন্য কাজে যুক্ত করুন।
  • কাজ এবং ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা রাখুন।

জেপি/নি-৩১/প্লাবন