logo
আপডেট : 29, August 2023 17:44
পুরুষের কিছু মরণব্যাধি রোগের ইঙ্গিত

পুরুষের কিছু মরণব্যাধি রোগের ইঙ্গিত

পুরুষ কর্মব্যস্ততার কার‌ণে সহজে নিজের যত্ন নিতে পারে না। শরীর হালকা পাতলা খারাপ হলেও পুরুষ সহজে পাত্তা দেয় না। গুরুতর অসুস্থ না হলে পুরুষ সাধারনত হাসপাতালে যায় না। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু কিছু লক্ষণ আছে যে গুলো পুরুষের শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

চলুন জেনে নেই সেই লক্ষণ গুলো কি কি-

যদি কোনো কারন ছাড়াই হঠাৎ করেই ওজন কমে যায় তবে সতর্ক হোন। কারণ দ্রুত ওজন হ্রাস পেলে ক্যানসার বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। আবার ওজন বেড়ে যাওয়াও চিন্তার কারণ সে ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতা ঘটতে পারে।

পুরুষের হৃদরোগের অন্যতম কারণ হলো শ্বাসকষ্ট। বিশেষ করে ধুমপায়ীদের এরকম কোন সমস্যা দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া জরুরি।

বার বার প্রস্রাবের বেগ বা প্রসাবের সাথে রক্ত দেখলেই আগেই সতর্ক হোন। কারণ এ সব লক্ষণ কিডনিতে পাথর ও মুত্রনালীর সংক্রমনের।

পেটের যেকোন সমস্যা হলে হালকা ভাবে নেওয়া ঠিক নয়। দীর্ঘদিন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলের সাথে রক্ত পড়া এ গুলো ক্যানসারের লক্ষণ। এ রকম কিছু দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

জেপি/নি-২৯/প্লাবন