ফ্রান্সের স্কুলগুলোতে হিজাবের পর এবার বোরকার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে আর কোন মুসলিম ছাত্রী বোরকা পরে স্কুলে যেতে পারবে না। খুব তাড়াতাড়ি এ সংক্রান্তু নিষেধাজ্ঞা জারি করবে দেশটি। খবর আল-জাজিরার।
প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষা ব্যবস্থাকে ক্যাথলিক প্রভাব মুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যেকোন ধর্মের ধর্মীয় প্রতীক বহন করা নিষেধ। যেমন খ্রিস্টানদের ক্রস, ইহুদিদের কিপ্পা ও মুসলিমদের হিজাব বা বোরকা।
এর আগে ২০০৪ সালে স্কুলগুলোতে হিজাব পড়ায় নিষেধাজ্ঞা দেয় দেশটি । এরপর ২০১০ সালে উন্মক্ত স্থানে মুখ ঢেকে চলাচল নিষিদ্ধ করে ফ্রান্স। এই নিষেধাজ্ঞার পর নানা বিক্ষোভ হলেও নিজের অবস্থানে অনড় থাকে ফ্রান্স।
দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল এক সাক্ষাৎকারের বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলগুলোতে আর বোরকা পড়া যাবে না। কারণ শ্রেণিকক্ষে ঢুকে কেবল শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে ধর্ম শনাক্ত করতে পারা ঠিক নয় ।
জেপি/নি-২৮/প্লাবন