ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। বিধ্বস্ত সেই প্লেন থেকে ১০ জনের মুত দেহ উদ্ধার করা হয়েছে। সেই ১০ জনের জেনেটিক বিশ্লেষণ করে প্রিগোজিন সহ তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মস্কো।
তদন্ত কমিটির রিপোর্ট থেকে জানা যায়, বিমান দুর্ঘটনায় নিহত ১০ জনের সকলের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের সকলের সাথে যোগাযোগ করা হয়েছে। ২৫ আগস্ট প্রিগোজিন সহ বাকিদের নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানে থাকা সকলেই নিহত হয় ।
প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত প্রিগোজিন ও তার বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করে আসছিল তারা। কিন্তু ২৩ জুন হঠাৎ বিদ্রোহ করে বসেন তিনি। রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল তার। এরপর থেকেই মস্কোর দিকে এগোতে থাকে তার বাহিনী ওয়াগনার।
প্রিগোজিন কে হত্যার নির্দেশ পুতিনই দিয়েছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। তবে রাশিয়া এই অভিযোগ অস্বিকার করেছে।
জেপি/নি-২৭/প্লাবন