logo
আপডেট : 26, August 2023 14:39
পেঁয়াজে শুল্ক বাড়াচ্ছে ভারত, প্রভাব পড়বে বাংলাদেশে

পেঁয়াজে শুল্ক বাড়াচ্ছে ভারত, প্রভাব পড়বে বাংলাদেশে

পেঁয়াজ রপ্তানিতে আবারও শুল্ক বাড়াতে যাচ্ছে ভারত। মোবাইল ফোনে ভারতীয় ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের আমদানিকারকদের।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে মোবাইল ফোনের মাধ্যমে ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা হিলি স্থলবন্দরের আমদানিকারকদের নতুন এই শুল্কারোপের তথ্য জানান। নতুন এ শুল্ক বৃদ্ধি শনিবার থেকেই কার্যকর হবে বলেও জানান তারা।

ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, ভারতের বিভিন্নস্থানে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সে দেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে রপ্তানি নিরুৎসাহিত করতে গত ১৯ আগস্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে।

৪০ শতাংশ শুল্কারোপের সপ্তাহ পার না হতেই নতুন করে শুল্কারোপ পণ্য আমদানিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, চলতি মাসের ১৯ আগস্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এবার এক সপ্তাহের মাথায় নতুন করে আবারও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিল তারা। এর প্রভাব দেশের বাজারে পড়তে যাচ্ছে এত কোনো সন্দেহ নেই।

জেপি/নি-২৬/এমএইচ