আপডেট : 20, August 2023 12:40
কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন ?
আপনার যদি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস থাকে তাহলে যে কোন কঠিন পরিস্তিতিও আপনাকে অবিচল রাখবে। কেউ যদি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস না থাকে তবে তাকে নানা ক্ষেত্রে বেকায়দায় পড়তে হতে পারে। তাই কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস যাদের কম তাদের জন্য কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে কিছু টিপস্ ফলো করতে পারেন।
- সবসময় ইতিবাচক থাকা। নিজের ভারো দিক গুলো কর্মক্ষেত্রে সবার কাছে তুলে ধরুন। তবে খেয়ার রাখতে হবে সেটা যেন আবার অতিরঞ্জিত না হয়।
- অন্যেরে মতামতকে গুরুত্বদিন।এর ফলে অন্যরাও আপনার প্রতি সমান আচরণ করবে।
- কর্মক্ষেত্রে যে কোন কাজ করার পূর্বে সেই কাজের প্রস্ততি নিন। কারণ প্রস্ততি হিন কাজে অত্মবিশ্বাস কমিয়ে দেয় ।
- কাজের সমালোচলা করুণ তবে যেন অবশ্যই গঠনমূলক হয় । ব্যক্তিগত কোন বিষয় যেন এই সমালোচনায় প্রধান্য না পায়।
জেপি/নি-২০/প্লাবন