logo
আপডেট : 14, August 2023 14:09
মাছের কাঁটা গলায় বিঁধলে যা করবেন

মাছের কাঁটা গলায় বিঁধলে যা করবেন

মাছ খেতে গেলে আমাদের  অনেকেই প্রথমে যে বিড়ম্বনার শিকার হই তা হলো গলায় কাঁটা বিঁধে যাওয়া। কাঁটা বিঁধলে আমাদের অনেকেই নানা ধরনের কাজ করি। কিন্তু সঠিক পদ্ধতি হয়তো আমাদের মধ্যে অনেকেই জানি না।

চলুন জেনে নেই সেই পদ্ধতি গুলো:-

  • মাছের কাটা যেহেতু ভাত খাওযার সময় আটকায় সেহেতু সাদা ভাত দলা পাকিয়ে খেতে পারেন। এতে কাজ না হলে পানি দিয়ে চেষ্টা করুন।
  • এ সময় কলা খেতে পারেন। কারণ কলা পিচ্ছিল হওয়াতে কাঁটা গিলতে বেশি উপকার হবে।
  • গলার কাঁটা নামাতে তেলও বেশ উপকারী। অলিভ ওয়েল খেতে পারেন।
  • গলায় কাঁটা বিঁধলে জোরে জোরে কাশতে পারেন। এতে করে কাঁটা বেড়িয়ে যেতে পারে।
  • এ ধরনের প্রথমিক চিকিৎসায় কাজ না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
  • কাঁটা বিঁধলে অনেকেই বিড়ালের পা ধরে। যা একটি কুসংস্কার, তাই এ সব না করে সঠিক নিয়ম গুলো মেনে চলুন।

জেপি/নি-১৪/প্লাবন