ইউরোপীয় দেশ গুলোর কোন সাহয্য ছাড়াই প্রায় ৫০ বছর পর চাঁদে নিজেদের ল্যান্ডার পাঠিয়েছে রাশিয়া । ১১ আগস্ট শুক্রবার রাত ২টা ১০ মিনিটে চাদের উদ্দেশ্যে যাত্রা করে লুনা-২৫ নামে রাশিয়ার এই মহাকাশযানটি।
জানা যায়, চাঁদের দক্ষিণ মেরুতে আবতরণ করবে লুনা-২৫। ভারতের চন্দ্রযান-৩ ও চাঁদের একই দিকে নামাবে। সে ক্ষেত্রে কে আগে পৌঁছায় কার অভিযান সফল হয় এখন সেটিই দেখার বিষয়। বাশিয়ার দাবি ৫ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌছে যাবে তাদের মহাকাশযানটি। ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা রয়েছে মহাকাশযানটি। কিন্তু ওই দিনই চন্দ্রযান-৩ ও চাঁদে নামতে পারে।
রাশিয়া বলেছে চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। এর আগে যত অভিযান হয়েছে সবই উত্তর গোলার্ধে। দক্ষিণ মেরুতে সূর্যের আলো্র পরে না। বরফের চাদরে আচ্ছাদিত এই অংশ।
৪ বছর আগে চাঁদের এই অংশে ল্যান্ডিয়ের সময় ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২ । তাই এবার ইতোমধ্যই প্রাতযোগিতার আবহ তৈরি হেয়েছে রাশিয়া ও ভারতের মধ্যে কে আগে পৌছায় , কার অভিযান সফল হয় সেটাই এখন দেখার বিষয়।
জেপি/নি-১১/প্লাবন