logo
আপডেট : 11, August 2023 13:54
ভারতকে টেক্কা দিতে চাঁদের পথে রওনা দিয়েছে রাশিয়া

ভারতকে টেক্কা দিতে চাঁদের পথে রওনা দিয়েছে রাশিয়া

ইউরোপীয় দেশ গুলোর কোন সাহয্য ছাড়াই প্রায়  ৫০ বছর পর চাঁদে নিজেদের ল্যান্ডার পাঠিয়েছে রাশিয়া । ১১ আগস্ট শুক্রবার রাত ২টা ১০ মিনিটে চাদের উদ্দেশ্যে যাত্রা করে লুনা-২৫ নামে রাশিয়ার এই মহাকাশযানটি।

জানা যায়, চাঁদের দক্ষিণ মেরুতে আবতরণ করবে লুনা-২৫। ভারতের চন্দ্রযান-৩ ও চাঁদের একই দিকে নামাবে। সে ক্ষেত্রে কে আগে পৌঁছায় কার অভিযান সফল হয় এখন সেটিই দেখার বিষয়। বাশিয়ার দাবি ৫ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌছে যাবে তাদের মহাকাশযানটি। ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা রয়েছে মহাকাশযানটি। কিন্তু ওই দিনই চন্দ্রযান-৩ ও চাঁদে নামতে পারে।

রাশিয়া বলেছে চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। এর আগে যত অভিযান হয়েছে সবই উত্তর গোলার্ধে। দক্ষিণ মেরুতে সূর্যের আলো্র পরে না। বরফের চাদরে আচ্ছাদিত এই অংশ।

৪ বছর আগে চাঁদের এই অংশে ল্যান্ডিয়ের সময় ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২ । তাই এবার ইতোমধ্যই প্রাতযোগিতার আবহ তৈরি হেয়েছে  রাশিয়া ও ভারতের মধ্যে কে আগে পৌছায় , কার অভিযান সফল হয় সেটাই এখন দেখার বিষয়।

জেপি/নি-১১/প্লাবন