আপডেট : 09, August 2023 18:03
ডেঙ্গু থেকে শিশুকে রক্ষা করবেন যেভাবে
সারাদেশেই ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। আমরা সবাই কম বেশি ডেঙ্গুর ঝুকিতে আছি। বিশেষ করে শিশুরা । ডেঙ্গুর হলে শিশুকে নিয়ে বাবা-মার চিন্তার যেন শেষ নেই। তাই এ সময় শিশুর জন্য একটু বেশি সতেচনতা দরকার।
শিশুর ডেঙ্গু সক্রমণ রোধে যা করতে পারেন:-
- শিশুদের গায়ে মশারোধী ক্রিম গায়ে মাখিয়ে রাখুন। শিশুকে ফুল হাতা ও ট্রাউজার পরিয়ে রাখুন।
- ঘরের আসে আসেপাশে পানি যেন না জমে সে দিতে লক্ষ রাখতে হবে।
- শিশুকে মশারির ভেতর ঘুমানোর অভ্যাস করুণ।
- মশা তাড়ানোর জন্য ভেষজ ধুপ ও কর্পূর জ্বালাতে পারেনে । তুলসি, লেমনগ্রাস এই জাতীয় গাছ কিনে বাড়িতে রাখতে পারেন। এ সব গাছের ঘ্রানে মশা দুর হয়।
- শিশুকে নিমিত টক জাতীয় ফল, দুধ, ডিম, ব্রকোলি,বাদাম,পালংশাক খাওয়াতে হবে । এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। শিশুর যেন পর্যাপ্ত পানি পান করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
জেপি/নি-৯/প্লাবন