প্রয়াত ব্রিটিশ রাজবধু প্রিন্সেস ডায়নার ব্যবহৃত প্রমোদতরী ফ্রান্সের উপকুলে ডুবে গেছে। ১৯৯৭ সালে তার মৃত্যু আগে কথিত প্রেমিক ডোডি ফায়েদের সাথে তিনি এই প্রমোদতরীতে কয়েক সপ্তাহ সময় কাটিয়েছিলেন। খবর-এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, প্রিন্সেস ডায়না তার কথিত প্রেমিক ডোডি ফায়েদের সাথে ৬৫ ফুট দীর্ঘ প্রমোদতরীতে কয়েক সপ্তাহ কাটিয়েছিলেন। তার এই ঘটনার কয়েক দশক পর প্রমোদতরীটি ফ্রান্সের উপকুলের কাছে গিয়ে ডুবে গেছে। কোন এক বস্তুকে আঘাত করার পর সাগরে তলিয়ে যায় এটি। এটি ছিল বিশ্বের অন্যতম বিখ্যাত প্রমোদতরী। তলিয়ে যাওয়ার পরপরই সমুদ্রের ৭ হাজার ফুট নিচে চলে গেছে প্রমোদতরীটি।
তবে দুর্ঘটনার কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে কোন এক বস্তুকে আঘাত করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। বহু হাই প্রোফাইল মানুষ প্রমোদতরীটি ব্যবহার করেছে। প্রিন্সেস ডায়নার ও ডোডি ফায়েদের মৃত্যুর পর ১৯৯৯ সালে প্রমোদতরীটি বন্ধ হয়ে যায়। অনেক বছর পর ডোডি ফায়েদের এক চাচাতো ভাই প্রমোদতরীটি কিনে আবারও চালু করেন। পরে তিনি সাইমন কিডস্টনের কাছে প্রমোদতরীটি বিক্রি করে দেন।
জেপি/নি-৯/প্লাবন