আপডেট : 06, August 2023 13:08
চীনে ভূমিকম্প, শতাধিক বাড়িতে ধস
চীনের শানডং প্রদেশের একটি কাউন্টিতে পাঁচ দশমিক পাঁচ (৫.৫) মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ধসে পড়েছে প্রায় ১২৬টি বাড়ি।
রবিবার (৬ আগস্ট) স্থানীয় সময় রাত ২টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
এই ভূমিকম্পে কেউ নিহত না হলেও আহত হয়েছেন ২১ জন। একই সাথে ধসে পড়েছে প্রায় ১২৬টি বাড়ি।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসারে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এর কেন্দ্রস্থলটির অবস্থান চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। তবে এর কম্পন বেউজিং থেকেও অনুভূত হয়। বাতিল করা হয় ৬০টিরও বেশি ট্রেনের শিডিউল।
জেপি/নি-৬/এমএইচ