সিরিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) -এর নাতনি ও ইমাম আলির কন্যা সাইয়েদা জয়নাবের মাজারের কোছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬ জন নিহত হয়েছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়েদা জয়নাবের মাজারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটনো হয়েছে। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ মজারটি শিয়া মুসলমানদের তীর্থস্থান।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে দেখি লোকজন ছোটাছুটি করছে। পরে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।’
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) -এর নাতনি ও ইমাম আলির কন্যা সাইয়েদা জয়নাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দুরে একটি নিরাপত্তা ভবনের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
জেপি/নি-২৮/প্লাবন