logo
আপডেট : 27, July 2023 14:39
নাইজারে সেনা অভ্যুত্থানের ঘোষণা, প্রেসিডেন্ট আটক

নাইজারে সেনা অভ্যুত্থানের ঘোষণা, প্রেসিডেন্ট আটক

নাইজারে সামরিক অভ্যুত্থানে ঘোষণা দিয়েছে দেশটির এক দল সেনা। দেশটির জাতীয় টেলিভিনে এই ঘোষণা দিয়েছে তারা। এর আগে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে তারা। খবর বিবিসি-র।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, বুধবার রাতে এক দল সেনা সদস্য দেশটির জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে । এছাড়া সংবিধান বাতিল সহ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।

অভ্যুত্থানকারী সেনাদের অফিসার কর্ণেল আমাদু আবদরামান বলেন, অপশাসন বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অপসারণ করে আটক করা হয়েছে। তাকে আটক করেন তার প্রাসাদ রক্ষীরা। প্রেসিডেন্ট ও তার পরিবারকে প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলে জানানো হয়।

এসময় বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোরে হুশিয়ারি দেন কর্ণেল আমাদু আবদরামান।

জেপি/নি-২৭/প্লাবন