আপডেট : 26, July 2023 19:10
অস্ট্রেলিয়ার সমুদ্র তীরে ৫০ তিমির মৃত্যু
অস্ট্রেলিয়ার এক সমুদ্র সৈকতে অনেক গুলো পাইলট তিমি আটকে পড়েছে। তাদের মধ্যে মারা গেছে ৫০টি। বাকিদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে। খবর আল-জাজিরার।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১০০টির মতো পাইলট তিমি সাগর তীরে চলে আসে। চেনেস সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকা জুড়ে অবস্থান নেয় তারা। তীরে এসে তারা আটকা পড়ে যায়। তাই প্রাণ রক্ষার জন্য তাদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে সেই মঙ্গলবার থেকেই।
ওয়েস্টার্ন রাজ্যের ডিপার্টমেন্ট অব বায়োডাইভাসিটি, কনজার্ভেশন অ্যান্ড অ্যাট্রাকশনের কর্মীরা তিমিদের রক্ষার চেষ্টা শুরু করেছে। সাধারণ মানুষও এসে তাদের সাহায্য করছে। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের সাগরে ফেরানো যাচ্ছেনা। ৫০টি তিমি তীরেই মৃত্যু বরণ করেছে। বাকিদের সমুদ্রে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্মীরা
জেপি/নি-২৬/প্লাবন