নাইজেরিয়ার জামফারায় বন্দুকধারীদের হামলায় ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন সেনা সদস্য এবং বাকি সবাই গ্রামবাসী। এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে জামফারা প্রদেশে মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকার এক বাসিন্দা বলেছেন, ২৭ জন গ্রামবাসী এই হামলায় নিহত হয়েছে এবং ৭ জন সামরিক কর্মীও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জামফারার পুলিশের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোন সাড়া পাওয়া যায়নি। হামলাকারীরা স্থানীয় ভাবে ডাকাত নামে পরিচিত। গত তিন বছর ধরে এরা নাইজেরিয়ার বিভিন অঞ্চলে ব্যাপক ক্ষতি সাধন করেছে। সরকার এই ডাকাত দের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা ।
এই সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি আইএস (ইসলামিক স্টেট) ও বোকো হারামও অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে বলে দাবি করেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তারা জানান, এসব আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে কাজ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
জেপি/নি-২৬/প্লাবন