ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে উগ্রপন্থী মুসলিমবিরোধী একটি গ্রুপ।
সোমবার (২৪ জুলাই) সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের তীব্র নিন্দা ও সমালোচনার মাঝেই ডেনমার্কে এই ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দিয়েছেন একদল বিক্ষোভকারী।
এর আগে, গত শুক্রবার কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিওটস’ নামের উগ্রপন্থী ওই গোষ্ঠী পবিত্র কোরআনের পাশাপাশি ইরাকের পতাকায়ও আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পুলিশি পাহাড়ায় ইরাকি পতাকা ও পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দিচ্ছে গ্রুপটির সদস্যরা।
সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। শুক্র ও শনিবার বেশ কয়েকটি দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।
ইরাকি দূতাবাসের সামনে দ্বিতীয়বারের মতো কোরআন পোড়ানোর এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে।
কোরআন পোড়ানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। একই সঙ্গে স্টকহোমে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় দেশটি।
জেপি/নি-২৪/এমএইচ