ফের ভারতের খবরের শিরোনামে টমেটো। ভুয়া দুর্ঘটনার কাহিনী সাজিয়ে আড়াই টন টমেটো বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত ৮ জুলাই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। এই ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন এক টমেটো চাষি।
অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ। পুলিশ জানায়, ৮ জুলাই চিত্রদূর্গা জেলায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। টমেটো বোঝাই ট্রাক নিয়ে কোলারে যাচ্ছিলেন মল্লেশ নামের এক কৃষক। মাঝপথে জাতীয় সড়কে ট্রাকটি আটকায় এক ডাকাত দম্পতি ও তাদের সহযোগীরা।
ট্রাকের ধাক্কায় তাদের গাড়ির ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। এর জন্য ক্ষতিপূরণ দাবি করলে কৃষক তা দিতে অস্বীকার করেন। এতে শুরু হয় কথাকাটাকাটি। এরপর কৃষককে মারধর করে গাড়ি থেকে টেনে নামায় অভিযুক্তরা। পরে আড়াই টন টমেটো বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায় তারা।
গোটা ঘটনা জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন কৃষক। পরে এক অভিযানে পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ওই দম্পতি হাইওয়ের ডাকাত দলের সদস্য। তাদের নাম ভাস্কর (২৮) এবং সিন্ধুজা (২৬)। তবে তাদের সঙ্গীরা পলাতক আছে বলে জানা গেছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
জেপি/নি-২৩/এমএইচ