ভারতের মুম্বাই থেকে চিকিৎসা সেরে ট্রেনে কলকাতায় ফিরছিলেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মঞ্জিলা খাতুন। কিন্তু চলন্ত ট্রেনে এক কন্যা সন্তানের জন্ম দিলেন সাতক্ষীরার এই নারী।
ট্রেনটি যখন মেচেদা স্টেশনে প্রবেশ করে যখন প্রসব যন্ত্রণা ওঠে মঞ্জিলা খাতুনের। তখন সহযাত্রীদের সাহায্যে চলন্ত ট্রেনেই সন্তানের জন্ম দেন তিনি। এরপর সহযাত্রীরা টিটি-কে এই ঘটনা জানালে তৎপরতা শুরু হয় রেল কর্তৃপক্ষের। পরে বগনান স্টেশনে ট্রেনটিকে থামানো হলে মা ও শিশুকে দ্রুত নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, শিশুটি প্রি-ম্যাচিউর, তবে সুস্থ আছে। ঘন্টা দুয়েক পর্যবেক্ষণে রাখার পর তাদের কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
এ ঘটনায় মা ও শিশুকে সাহায্য করতে পেরে খুশি দক্ষিণ-পূর্ব রেল অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় দলুই। তিনি বলেন, 'এ ধরণের কাজ করতে পেরে আমাদের ভালো লেগেছে। '
জেপি/নি-২৩/প্লাবন