logo
আপডেট : 22, July 2023 15:13
ভারতীয় সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যু

ভারতীয় সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যু

গাম্বিয়ায় ভারতীয় কাশির সিরাপ খেয়ে অন্তত ৭০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গতবছর কাশির সিরাপ খেয়ে ওই শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে। সরকারের তরফ থেকে এর পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২১ জুলাই) সরকার গঠিত সেই তদন্ত কমিটি জানিয়েছে, ভারতীয় কোম্পানির উৎপাদিত চারটি সিরাপ খাওয়ার পরই কিডনি বিকল হয়ে ওই ৭০ শিশু মারা গেছে।

এক সংবাদ সম্মেলনে গাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আহামাদু লামিন সামাতে বলেন, এই সিরাপগুলো আমদানির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে সবকিছুতেই ত্রুটি ছিল। এমনকি সিরাপ গুলো গাম্বিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থায় (এমসিএ) নিবন্ধিতও ছিল না বলে উল্লেখ করেন তিনি। সংস্থাটির প্রধানকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামাতে।

গত বছরের সেপ্টেম্বরে গাম্বিয়ায় প্রথমবার শিশু মৃত্যুর বিষয়টি সামনে আসে। কয়েকটি প্রতিষ্ঠানের সিরাপ পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসই এই ভেজাল সিরাপ তৈরি করেছিল। পরবর্তীতে ভারতের সব ধরণের ওষুধ পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় গাম্বিয়া সরকার।

সিরাপগুলোতে ‘অগ্রহণযোগ্য পরিমাণ’ ডাইথেলিন গ্লাইকোল এবং ইথিলেন গ্লাইকোল মেশানো হয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যে পাওয়া যায়। এই বিষাক্ত পণ্য কেউ পান করলে বা খেলে তা জীবনহানিকর হতে পারে বলেও এতে জানানো হয়।

জেপি/নি-২২/এমএইচ